• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আহ্বান আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে দু’টি বিদেশী এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হচ্ছে মে মাসে দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে : ভূমিমন্ত্রী

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, যুবকের ৫ বছরের কারাদণ্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফি আইনে সজিব নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী আখতার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া রূপগঞ্জের চারিতালুক গ্রামের ইমরান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। জানা গেছে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে সজিব নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। মামলার বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, ব্লাক মেইল করার উদ্দেশ্যে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে। গৃহবধূ গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইলে ঢুকিয়ে দেখেন এতে তার গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। পরে গৃহবধূ বিষয়টি তার পরিবারের সঙ্গে আলাপ করে তাদের পরামর্শে ডিভাইসটি একই জায়গায় রেখে দেন। সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে সজিব সেটি নিতে আসলে গৃহবধূর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করেন। পরে আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন সজিব। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর