• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাইকিং করেও মিলছে না তরমুজ ক্রেতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

মাত্র ২৫ টাকা কেজি। ক্রেতা টানতে করা হচ্ছে মাইকিং। কিন্তু আশানুরূপ ক্রেতার দেখা নেই। রংপুরের পীরগাছায় এমন পদ্ধতিতে তরমুজ বিক্রি চলছে। শুক্রবার পীরগাছা রেলস্টেশনে একটি ফলের দোকানে এমন চিত্র দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ খুশি। অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী এখানে মাইকিং করে এভাবে তরমুজ বিক্রি করছেন। তিনি বলেন, কম দামে কিনে সীমিত লাভে মানুষকে তরমুজ খাওয়াচ্ছি। আমার ভালো লাগছে। ব্যবসায়ীরা চাইলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব। আল-আমিন নামে আরেক বিক্রেতা অভিযোগ করে বলেন, একজন ২৫ টাকা কেজি তরমুজ বিক্রি করতে মাইকিং করছেন। কিন্তু আমার পাইকারি কেনা ৩৫ টাকা কেজি। এখন আমাদেরও বাধ্য হয়ে ২৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তারপরও ক্রেতাদের সাড়া পাচ্ছি না। এক ক্রেতা বলেন, ২৫ টাকা কেজি তরমুজ কিনতে পারছি। ভালো লাগছে। বাজারে দ্রব্যমূল্য এমন থাকলে সাধারণ মানুষ স্বস্তি পাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর