• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণে তোড়জোড়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিমালিকানাধীন জায়গায় স্থাপনা নির্মাণে তোড়জোড়ের অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা প্রশাসনের বিরুদ্ধে। ওই জমিতে ইতোমধ্যে জেলা প্রশাসন একাধিক এক্সকেভেটর ও মিনিট্রাক (ডাম্পার) দিয়ে মাটি কাটা এবং সংস্কারের কাজ শুরু করেছে। জমির মালিকদের দাবি, প্রশাসনের এমন কাজে তারা আতঙ্কিত। মামলার বাদী হাজি জসিম উদ্দিনের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞার আওয়াতাধীন কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রখ্যাত সুগন্ধা পয়েন্টে এ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। আদালতের নিষেধাজ্ঞার কাগজপত্র জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে। এরপরও বৃহস্পতিবার রাতে একাধিক এক্সকেভেটর ও মিনিট্রাক (ডাম্পার) দিয়ে সেখানে মাটি কাটা এবং মাটি সরানোর কাজ শুরু করেছে জেলা প্রশাসন। যা সুস্পষ্ট আদালত অবমাননা। এতে করে জমির মালিকরা আতঙ্কিত জানিয়ে জেলা প্রশাসন যদি কাজ বন্ধ না করলে তারা উচ্চ আদালতে গিয়ে প্রতিকার চাইবেন বলে জানান। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, আমি আপনার কাছ থেকে কাগজপত্রগুলো পেয়েছি। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, আমি এখনো আদালতের নিষেধাজ্ঞার কাগজ পাইনি। পেলে বিস্তারিত বলতে পারব। আদালতের নিষেধাজ্ঞার কপি প্রতিবেদকের হাতে আছে জানানো হলেও কোনো ধরনের কপি না পাওয়ার দাবিতে অনড় থাকেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর