• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাজশাহীতে ঋণ দেওয়ার নামে প্রতারণা র‌্যাবের হাতে ধরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

ঋণ দেওয়ার নামে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে কথিত গ্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামের একটি ভুঁইফোঁড় প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি প্রতারণার মামলা দায়েরের পর গ্র্যান্ডের প্রোপাইটার তাওহীদ খানকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাওহীদ নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার নাহিদ খানের ছেলে। রাজশাহীর চন্দ্রিমা থানা পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাওহীদ কয়েক মাস আগে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় ওই নামের একটি অফিস খুলে বসেন। এলাকায় মাইকিং করে ঘোষণা দেওয়া হয় সম্পত্তি জামানত ছাড়াই তারা বিভিন্ন অঙ্কের ঋণ দেবে গ্রাহকদের। শর্ত হিসাবে উল্লেখ করা হয় ঋণ প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত অঙ্কের ফি জমা দিতে হবে। ভুক্তভোগীরা আরও জানান, তারা তাওহীদের অফিসে গেলে তাদেরকে জানানো হয় একে লাখ টাকা ঋণের জন্য ১০ হাজার, পাঁচ লাখের জন্য ৫০ হাজার এবং ১০ লাখ টাকা ঋণ নিতে কোম্পানিকে এক লাখ টাকা ফি দিতে হবে। সুদ ছাড়াই ঋণ পাওয়ার লোভে এলাকার শতাধিক ব্যক্তি গ্র্যান্ড কোম্পানিতে টাকা জমা করেন। ফি বাবদ টাকা নেওয়ার একটি রশিদও দেওয়া হয়। এভাবে টাকা জমা দিয়ে লোকজন গত তিন মাস ধরে ঋণের জন্য ঘুরছিলেন ওই অফিসটিতে। বুধবার দুপুরে কয়েক ব্যক্তি তাদের জমা করা ফির টাকা ফেরত চাইতে গেলে তাদের জানানো হয় টাকা ফেরত দেওয়া হবে না। এ নিয়ে তাওহীদের সঙ্গে টাকা জমাকারীদের বাঁধে ঝামেলা। এদিকে অভিযোগ পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাওহীদকে গ্রেফতার করে। ভুক্তভোগী জাকির হোসেন জানান, তাওহীদ প্রতারণার মাধ্যমে বিভিন্নজনকে ঋণ দেবে বলে টাকা নিয়েছে। সে ঋণও দিতে পারেনি আবার জমা টাকা ফেরতও দিতে অস্বীকৃতি জানায়। ঋণ প্রত্যাশীরা র‌্যাব ও পুলিশে অভিযোগ করেন। র‌্যাব সূত্রে জানা গেছে, তাওহীদ গ্র্যান্ড প্রাইভেট কোম্পানি খুলে বসলেও বাস্তবে তাদের কোনো ব্যবসা নেই। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ট্রেড লাইসেন্স নিয়ে সে ঋণ ব্যবসার জন্য বড় অফিস খুলে বসে। কয়েকজন কর্মচারীও রাখা হয়। ঋণ দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছে। চন্দ্রিমা থানায় মামলার পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর