• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য জিয়াউল হকের ইন্তেকাল মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ৭টি অভিযোগের নিষ্পত্তি করেছে তথ্য কমিশন

হবিগঞ্জে শত শিল্পীর নৃত্যে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪  

জেলার উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শিরিষতলায় বর্ণমালা খেলাঘর আসর ৪৭তম বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ, আগুনের পরশমনীর মত গানগুলো পরিবেশেন এর পর এবার ব্যাতিক্রম নৃত্যের মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। ‘ আলোকেরই ঝরনা ধারায় দুলিয়ে দাও’ গানের মাধ্যমে শত শিল্পীর পরিবেশীত নৃত্য সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় জেলার প্রবীণ চিকিৎসক ডা. তপন দাশগুপ্ত ও সাংস্কৃতিক সংগঠন ধামালীকে। বর্ণমালা খেলাঘর আসর এর সভাপতি ডা. অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, শিশু সংগঠক বাদল কুমার রায়, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সরকারী বৃন্দাবন কলেজেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার চুনারুঘাট শহরের পাশে অনুষ্ঠিত হয় দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর