• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লাঙ্গলবন্দ স্নানোৎসব সমাপ্ত, শিশুর মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের দুইদিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব আজ শেষ হয়েছে। সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে স্নান শুরু হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত ছিলো স্নানোৎসবের তিথি। এদিকে মঙ্গলবার দুপুরে লাঙ্গলবন্দে মায়ের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাজদ্বীপ নামের ৯ বছরের এক শিশুর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজদ্বীপকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়ার উজ্জ্বল দাসের ছেলে। বন্দর নৌ পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ জানান, শিশু রাজদ্বীপ মঙ্গলবার দুপুরে মা প্রিয়াঙ্কা দাস, খালা ও নানির সাথে রাজঘাট এলাকায় পুণ্য স্নান করতে নামেছিল। এ সময় মায়ের হাত ফস্কে তলিয়ে যায়। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। স্নান উপলক্ষে তিনস্তরের কঠোর নিরাপত্তা গ্রহণ করেছিলো জেলা পুলিশ। তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছিলো সিসি ক্যামেরা। দেড় হাজার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন ছিলো বলে জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। আয়োজকরা জানায়, মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আ¤্রপল্লব নিয়ে পূণ্যার্থীরা স্নানে অংশ নেন । লগ্ন শুরুর পরপরই পূণ্যার্থীর ঢল নামে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে। লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা জানান, স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ বিভিন্ন দেশের পূণ্যার্থীরা এসেছেন। এবার ১০ থেকে ১২ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নিয়েছেন। ব্রহ্মপুত্র নদের ১৯টি ঘাটের মাধ্যমে পুণ্যার্থীরা ¯স্মনোৎসব সম্পন্ন হয় বলে উল্লেখ করেন তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর