• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জুয়া না ছাড়ায় মামার বকাঝকা, এরপর যা করলেন ভাগনে...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

চট্টগ্রামের লোহাগাড়ায় পিপলু দে নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বটতলী মোটরস্টেশনের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পিপলু দে চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর এলাকার জগদীশ দে’র ছেলে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার হিসেবে লোহাগাড়ায় কর্মরত ছিলেন তিনি। স্বজনরা জানান, সম্প্রতি মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন পিপলু দে। জুয়ার কারণে একপর্যায়ে ঋণের জালে জড়িয়ে পড়লে এসব বিষয়ে মামার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। শুক্রবারও মামা তাকে বকাঝকা করেন। এর জেরে রাতের কোনো একসময় পিপলু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পিপলুর মামা নিখিল দে বলেন, অনলাইন জুয়ায় জড়ানোর বিষয়টি জানার পর ভাগনেকে বেশ কয়েকবার নিষেধ করি। সবশেষ শুক্রবার রাতেও জুয়ার বিষয়ে তাকে বকাঝকা করি। শনিবার সকালে অনেকবার কল দিলে রিসিভ না করায় বাসায় গিয়ে দেখি রুম বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর