• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

লালমোহনে ইসতিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

অসহনীয় গরমে পুড়ছে দেশ। এ অবস্থায় দেশের গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে ভোলার লালমোহন উপজেলায় রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার মাঠে শত শত মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মো. রুহুল আমিন। নামাজ শেষে নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন খুতবা দেন। খুতবা শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারাদেশে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে কান্নাজড়িত কন্ঠে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। নামাজে অংশ নেয়া স্থানীয় হাসনাইন আহমেদসহ কয়েকজন মুসল্লি বলেন, গরমে খুব কষ্টে রয়েছি। এমনকি এই গরমে পশু-পাখিরাও কষ্টে আছে। মাঠের ফসলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই কষ্ট দূর করে মহান আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, তাই সকলে মিলে ইসতিসকার নামাজ আদায় করেছি। মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন জানান, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবিদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করেছি। আশা করছি, মহান আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই দাবদাহের নামের প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর