• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য জিয়াউল হকের ইন্তেকাল মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি আর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ৭টি অভিযোগের নিষ্পত্তি করেছে তথ্য কমিশন

উচ্ছেদ হচ্ছে সারাদেশের ৪০ হাজার অবৈধ স্থাপনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯  

সারাদেশের প্রায় ৪০ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (১ম পর্যায়) আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী একযোগে শুরু হবে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।    এই অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার সচিবালয়ে সারাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এসময় মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।    কবির বিন আনোয়ার বলেন, পুনরায় দখল বন্ধ করার জন্য উচ্ছেদ অভিযান সম্পন্ন হলে সেখানে সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের কাজ চলবে। যেসব জায়গায় প্রকল্প নেই সেখানে বৃক্ষ রোপন, বসার জায়গা তৈরিসহ স্থানীয় নাগরিকদের জন্য মনোরম পরিবেশের ব্যবস্থা করা হবে।    কনফারেন্স চলাকালে উচ্ছেদ অভিযানের ব্যাপারে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির গৃহীত বিভিন্ন প্রস্তুতি এবং নানা প্রতিবন্ধকতা সম্পর্কে মতবিনিময় ও দিকনির্দেশনা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।     পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। অভিযানের যেকোনো জটিলতার ক্ষেত্রে মন্ত্রণালয় থেকে পানি সচিব সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর