• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকবেনা সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে

রৌমারীতে দরিদ্র অসহায় ১১০১ জনের মাঝে অর্থ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের রৌমারীতে প্রতিবন্ধির খানাপ্রধান, তালাকপ্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যক্ত, বাড়িভাঙ্গা, ল্যট্রিন মেরামত ও টিউবওয়েল মেরামতের জন্য  দরিদ্র অসহায় ১১০১ জনের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ বিতরনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালের দিকে বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে সলিডারিটির ইকো প্রকল্প অর্থায়নে কেয়ার বাংলাদেশ চরশৌলমারী ও বন্দবেড় ইউনিয়নের কুটিরচর স্কুল এন্ড কলেজে এ উদ্বোধন করা হয়। এতে চরশৌলমারী ও বন্দবেড় ইউনিয়নের মাল্টিপারপাসের অন্তর্ভুক্ত করন ৭৫০ জন সদস্যদের মাঝে ৩ হাজার টাকা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিত্যক্ত ৭৮ জনকে ৪ হাজার টাকা, বন্যায় ভেঙ্গে যাওয়া বাড়ি মেরামতের জন্য ২ শত জনকে ৫ হাজার টাকা, ল্যাট্রিন মেরামতের জন্য ৩৫ জনকে ৩ হাজার টাকা ও টিউবওয়েল মেরামতের জন্য ৮ জনকে ২ হাজার ৫শত টাকা করে  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক, বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবির হোসেন,  সলিডারিটির প্রজেক্ট অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।

 

বন্দবেড় ইউপি চেয়ারম্যান বলেন কবির হোসেন বলেন, আমার ইউনিয়নটি  নদী ভাঙ্গন এলাকা হওয়ায় হতদরিদদ্রের সংখ্যা অনেক বেশি। ঘরবাড়ি নদী গর্ভে ভেঙ্গে যাওয়ায় অনেকেই নিঃস্ব হয়ে গেছে। আজকে সলিডারিটির ইকো প্রকল্পের অর্থায়নে কেয়ার বাংলাদেশ’র ১১০১ জনকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দেওয়ায় ওই পরিবারগুলোর অনেক উপকার হয়েছে। আমি আশা করি, যে পরিবারগুলো বাদ পড়েছে আগামীতে তাদেরকেও এই প্রকল্পের অন্তর্ভক্ত করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর