• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকবেনা সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে

খুলনায় ৪৫০ গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার প্রায় ৪৫০ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

 

জানা যায়, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাইকৃত ৪৫০ শিক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার প্রমুখ।

 

আরও উপস্থিত ছিলেন পরিষদের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমান, প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর