• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন খুকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান।

 

গতকাল শুক্রবার নগরীর দৌলতপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর।

 

শহীদুর রহমান খান বলেন, সেশনজটমুক্ত শিক্ষাজীবন সম্পন্ন করার নিমিত্তে অনলাইন ক্লাসে অংশগ্রহণ জরুরি। করোনার প্রকোপ খুব শিগগিরই কমে যাবে তার নিশ্চয়তা নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষক নিয়োগ বিলম্বে হওয়ার কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ভাইস চ্যান্সেলরের স্ত্রী ড. ফেরদৌসী বেগম।

 

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে একই সময়ে ভাইস চ্যান্সেলরের বিশ্ববিদ্যালয়ে দুই বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আশিকুল আলম এবং পরিচালনা করেন ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান। স্বাগত বক্তব্য করেন পশুপুষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তসলিম হোসেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর