• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রথমবার শিল্পী সমিতির নির্বাচনে থাকবে ভ্রাম্যমাণ আদালত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্রের শিল্পীদের একটি প্রাণের সংগঠন। তবে সেই সংগঠন এখন পরিণত হয়েছে অন্যতম বিতর্কিত সংগঠনে। বিতর্ক, আলোচনা, সমালোচনা যেন পিছু ছাড়েই না এ সমিতির। বিশেষ করে গতবারের শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অনেক অভিযোগ-পাল্টা অভিযোগ দেখেছে দেশের মানুষ। দেখেছে শিল্পীদের সংগঠনের সাধারণ সম্পাদক পদ নিয়ে টানাহেঁচড়ার গল্পও। আদালত পর্যন্ত গড়ায় সেই ঘটনা। আবারো ঘনিয়ে এসেছে এই সংগঠনের নির্বাচন। এবার প্রথমবারের মতো শিল্পী সমিতির এ নির্বাচনে থাকবে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তিনি বলেন, এবার শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। নির্বাচনে যেন কোনো অনিয়ম হতে না পারে সে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর