• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশের নতুন যুগে যাত্রা শুরু: ইতো নাওকি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ এখন উন্নয়নের একটি নতুন যুগে যাত্রা শুরু করলো।
শনিবার পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে টুইটারে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান জাপানের রাষ্ট্রদূত। 
 
টুইটারের ঐ প্রতিক্রিয়ায় একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন ইতো নাওকি।

এদিকে শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো আয়োজনে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হয় বহুল প্রতিক্ষিত পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পরে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মাসেতু উদ্বোধন করেন তিনি। 

পদ্মাসেতুর উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ স্থাপন হলো। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া থেকে জাজিরা- দুই প্রান্তেই আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর