• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

খবর প্রকাশের আগে সচেতন থাকা প্রয়োজন: স্পিকার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

যেকোনো খবর প্রকাশের আগে সচেতন থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে শক্তিশালী একটি মাধ্যম। জনমত গঠনে গণমাধ্যম ভূমিকা রাখে। তাই খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রয়োজন।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে হাসান প্লাজায় স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন নিউজ’ এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে এটিএন নিউজের ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। মাহফুজুর রহমান এটিএন নিউজের পক্ষ থেকে স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।

এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. মোতাহার হাসান, এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ কিরন, বার্তা বিভাগের প্রধান প্রভাষ আমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।   

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর