• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিমানের ঢাকা-রোমের ১৪ ফ্লাইটে ২১০০ যাত্রী পরিবহন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪  

ঢাকা-রোম-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহের তিনদিন এ রুটে চলছে ফ্লাইটগুলো। কর্মকর্তারা জানান, দীর্ঘ ৯ বছর পর স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বিমানবন্দরে ঢাকা-রোম-ঢাকা সরাসরি বিমানের ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বুধবার ভোর রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রোমের উদ্দেশ্যে আকাশে উড়াল দেয় বিমানের প্রথম ফ্লাইটটি। সপ্তাহে তিনদিন বিমানের বোয়িং ৭৮৭ আধুনিকমানের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ১৪ ফ্লাইটে দুই হাজার ১০০ যাত্রী বহন করেছে বিমান। ঢাকা-রোম বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনায় দিনদিন এ রুটে চাহিদা বাড়ছে প্রবাসী যাত্রীদের। এ ছাড়া গত বছর চালু হয়েছে ঢাকা-নারিতা সরাসরি বিমানের ফ্লাইট। সম্প্রতি যাত্রীর অভাবে ইতালিগামী বিমানের ফ্লাইট বাতিল করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা জানান, ইতালিগামী বিমানের কোনো ফ্লাইট বাতিল হয়নি। তারা বলেন, দিনদিন এ রুটে বিমানের ফ্লাইটে ভ্রমণের চাহিদা বাড়ছে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য যাত্রীদের মাঝে। বিমানের ফ্লাইটে ভ্রমণ করা কয়েকজন প্রবাসী যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা এবং ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু করাতে আনন্দিত তারা। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম সমকালকে বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকা এ রুটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনায় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য যাত্রীরা অনেক খুশি। এ বিষয়ে প্রবাসী যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিমানের এ প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, আগামীতে নিউইয়ার্কসহ আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর