• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে বিধিনিষেধের তৃতীয় দিনে কঠোর অবস্থানে প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

জামালপুরের মেলান্দহে লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। ৩ জুলাই করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।বেলা বাড়ার সাথে সাথে উপজেলা, পৌরসভার বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকায় কঠোর অবস্থানে আসে প্রাশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় সীমিত পরিসরে ব্যবসা খোলা থাকলেও প্রশাসনের উপস্থিতি দেখে সেগুলো বন্ধ হয়ে যায় এবং নানা অযুহাতে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষকে জরিমানা করতে দেখা গেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলছেন্না মোড়ে দোকান খোলা রাখার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী হাকিম মো. শফিকুল ইসলাম। অপরদিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এম ময়নুল ইসলামের নেতৃত্বে মেলান্দহ থানা টহল জোরদার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর