• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে শতাধিক কর্মহীন মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জুলাই ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোভিড-১৯ মহামারীতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষ পেয়েছে সরকারের বরাদ্দের প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী। ৮ জুলাই সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাজার থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জানা গেছে, দেশে করোনা পাদুভার্ব বিরাজমান থাকায় কর্মহীন মানুষদের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ত্রাণ বরাদ্দ করেছে। বরাদ্দ করা ত্রাণ উপজেলার কর্মহীন নাপিত, দরজি, হোটেল শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, করোনা মহামারিতে যেন কোন পরিবারকে না খেয়ে থাকতে হয়, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ করেছেন। কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। কারও ঘরে খাবার না থাকলে উপজেলা প্রশাসনের সাথে অথবা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করলে ঘরে খাবার পৌছে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলরও যুবলীগ নেতা মামুনুর রশিদ মামুন, পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর