• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

সরকারের সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাতে চলাচলের সহায়ক হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রাম পুলিশ দফাদারদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামা লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, সহ-সভাপতি হাজী দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।

উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১০৯ জন গ্রাম পুলিশকে এই বাই সাইকেল প্রদান করা হয়।

সাইকেল বিতরণ এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যয়ের জন্য অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৮টি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং ৩১টি পরিবারকে ১ বান্ডেল করে টেউটিন প্রদান করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর