• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সারাদেশের সব রেললাইন ব্রডগেজে রূপান্তর করা হবে- রেলমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

সারাদেশের সব রেল লাইন ব্রডগেজে রূপান্তর করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) জামালপুরের ইসলামপুর বাজার স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম  উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা মিটারগেজ রেল লাইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। তখন ১২০-১৩০ কিলোমিটার গতিতে ব্রডগেজে ট্রেন চলবে। ইতোমধ্যে সেই প্রকল্প হাতে নিয়েছি।  আশা করি, অল্প দিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি বলেন, ইসলামপুর বাজার স্টেশনের বিদ্যমান রেল লাইনের পাশেই ব্রডগেজ লাইন স্থাপন করা হবে।  লাইন স্থাপনসহ রেল স্টেশনে একটি ফুটওভার ব্রিজ করে দেবো, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। এ ছাড়া বিদ্যমান রেল স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করাসহ আরেকটি শেড আমরা করে দেবো। তখন দু’দিক থেকেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। তখন বয়স্ক, শিশুদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে কোনও কষ্ট হবে না।’

তিনি আরো বলেন-সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নতুন ইসু বেছে নিয়েছে বলে মন্তব্য করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিএনপি-জামায়াত যখন দেখেছে, সারা দেশের মানুষ আজ শেখ হাসিনার পেছনে, উন্নয়নের পেছনে, মানুষ এখন শান্তি চায়, ঠিক তখনই এই উন্নয়নের ধারা ব্যাহত করতে তারা চক্রান্ত শুরু করছে। এখন তারা সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাঙচুরের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমুখ বক্তব্য রাখেন।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর