• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালুদস্যুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

 

রবিবার বিকালে  উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মিজানুর রহমান।

 

জানা গেছে, চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ও হযরত আলী ছেলে ফজলুল হক যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের নিকট থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বাধেঁর উপর রেখে বিক্রি করে আসছিল। 

 

ভ্রাম্যমাণ আদালত দুই অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০হাজার করে ১লাখ টাকা জরিমানা ও ড্রেজারের পাইপ ধ্বংস করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর