• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

বকশীগঞ্জের ঐতিহ্যবাহী এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে পুনর্মিলনী ও ইফতার মাহফিল আজ ৩০ এপ্রিল ২০২২ শনিবার বকশীগঞ্জ উত্তর বাজার পাট হাটি মোড়ে অবস্থিত আয়ান প্লাজার অনুষ্ঠিত হয়েছে ।

২০০২! বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। 

বর্তমানে শিক্ষা জীবন শেষ করে কচিকাচা সেই কিশোরগুলো সামাজিক ও কর্মক্ষেত্রে অভাবনীয় অবদান রেখে চলেছে। 

ইফতার এর আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। 

প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় স্মৃতিচারণ করেন, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের শিশিরুন ইসলাম, মো. জুয়েল মিয়া, লিংকন, মো. আলী নেওয়াজ, মো. রিপন মন্ডল, এস এম আশরাফুল আজম, মো. ইলিয়াস মিয়া, মো. আদনান, মো. এরশাদ, মো. লোকন তালুকদার, পলাশ সাহা, মো. লিমন, মো. রবিউল ইসলাম, মো. জাহিদ আল হাসান নয়ন, মো. মুক্তার আলী, সুমন সওদাগর, শামীমুল ইসলাম তালুকদার, মো. মঞ্জুরুল ইসলাম, মো. সাখাওয়াত, মো. জাকারিয়া পারভেজ পাপন, মো. ফয়জুর রহমান বাবু, মো. একরামুল ইসলাম, মো. লিমন, নয়ন, বায়জিদ বোস্তামি, চঞ্চল, মো. রুবেল মাহমুদ, প্রনব সাহা, মো. জনি ও রোপন মোদক প্রমূখ।

ঈদের শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন মুহুর্তের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর