• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে ৩ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছেন ১ কেজি করে পাটবীজ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জে এ বছর উপজেলার ৩ হাজার পাট উৎপাদনকারী কৃষক বিনামূল্যে পাচ্ছেন ১ কেজি করে পাটবীজ। যা দিয়ে কৃষকরা ১ বিঘা জমিতে পাট উৎপাদন করতে পারবেন। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বুধবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে তালিকা ভিত্তিক প্রকল্পভুক্ত ৪৫ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়। বাকীরা ইউনিয়ন পরিষদ থেকে পাবেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খায়রুল বাশারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর