• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জন্মনিবন্ধন সনদ বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

শিশুর জন্মনিবন্ধন বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান! তাও আবার বিনামূল্যে! এমন সেবা পেয়ে খুশি ইউনিয়নবাসী।
এমন অভিনব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হোসেন।
জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ১ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করতে এক ব্যতিক্রমী নিয়েছেন চেয়ারম্যান। তিনি স্বদ্যোগে বাড়ি বাড়ি ঘুরে ইউনিয়নে জন্ম নেওয়া ১ থেকে ৪৫ দিনের শিশুর জন্মসংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে জন্ম নিবন্ধন করছেন। সেই নিবনন্ধিত আবার ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। তাও আবারও বিনামূল্যে।
এব্যাপারে ইউপি সচিব রাকিব ইমরান বলেন, ২০২২ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইউনিয়নের বিনোদটঙ্গী, ঘুঘুমারি ও নলছিয়াসহ পুরো ইউনিয়নের প্রায় এক হাজার শিশুর জন্ম নিবন্ধন করে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।
২নং কড়ইচড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক বলেন, শতভাগ সরকারি নির্দেশ পালন জনগণের দ্বোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আমি এ উদ্যোগ হাতে নিয়েছি। আশা করছি সফল হব, ইনশাআল্লাহ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর