• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে ৭ বিঘা জমির ভুট্টা কেটে নেওয়ার অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুুর রহমান মোস্তফা ও তাদের ভাইদের ৭ বিঘা জমির পাকা ভুট্টা দলবল নিয়ে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ এপ্রিল দুপুরে মাদারগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী মোস্তফা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী মামলা দায়ের করেছেন। এ মামলার আসামীরা হলেন – আতামারী এলাকার সোহাগ ফকির (৩৭),তার পিতা বাদশা ফকির (৬০), মোঃ লাঞ্জু মুন্সি (৩৫), মোঃ সুজা মুন্সি (৫০), মোঃ মিজানুর রহমান (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪৬), মোঃ সেলিম মুন্সি (৪২),মোঃ ফরিদ ( ৪৪),মোঃ টুকন মুন্সি (৪০), মোঃ বাচ্চু মুন্সি (৫৫), মোঃ জুয়েল মিয়া ( ২২), মোঃ লাভলু মিয়া (২৬), মোঃ শাবলু (২২), মোঃ বিদ্যুৎ মিয়া (২২), মোঃ মমিন (২১), মোঃ সাজু (১৯)। মামলার এজাহার সুত্রে জানা যায়, ওই ইউনিয়ন আতামারী এলাকার মোঃ শাহালী এর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তফা ও তাদের ভাইদের সাথে অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। ভোক্তভোগী মোস্তফা তার সাবেক হাটমাগুড়া মোজাস্থিত জেএল নং – ৫২, খতিয়ান ৩১,২৫, বাটারা দাগ নং – ১৪৫ বর্তমান চর কুকুরমারী মৌজাস্থিত জেএল নং – ৫৪,দাগ নং – ১৫৪ ৩ একর ৫৭ শতাংশ পৈতৃক সম্পত্তির মধ্যে ৭ বিঘা জমিতে চলতি মৌসুমে তিনি ভুট্টা চাষাবাদ করেন। ভুট্টা কাটার উপযুক্ত সময় হওয়ায় গত ২৬ মার্চ সকালে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ভোক্তভোগী মোস্তফার চাষাবাদ কৃত ৭ বিঘা জমির পাকা ভুট্টা তুলে নেয়। এসময় বাধা দিতে গেলে মোস্তফা ও তাদের সাথে লোকজনকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তফা বলেন,আমার চাষাবাদকৃত ৭ বিঘা জমির ভুট্টা, যার বাজারমূল্য ৪ লক্ষ টাকা। যুবদল নেতা মোঃ সোহাগ ফকির, বিএনপি নেতা লাঞ্জু মুন্সি ও জামাতের সেলিম মুন্সির নেতৃত্বে বাকী অভিযুক্তরা ভাড়াটিয়া লোকদের সাথে নিয়ে সন্ত্রাসী কায়দায় লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি ও দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আমি আমার জীবনের নিরাপত্তা, ভুট্টার ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিচার চাই। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর