• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে সোলার প্ল্যান্ট স্থাপনের পক্ষে সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

স্থানীয় ভ‚মিদস্যুদের কবল থেকে ১ হাজার একর সরকারি খাস জমি উদ্ধার ও সরকার কর্তৃক বাস্তবায়িত সোলার প্ল্যান্ট প্রকল্পের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজার চরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল।

তিনি বলেন, মাদারগঞ্জে তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সোলার প্ল্যান্ট প্রজেক্টটি নিয়ে স্থানীয় ভূমিদস্যুদের ষড়যন্ত্র প্রতিহত ও তাদের কবল থেকে ১ হাজার একর সরকারি খাসজমি রক্ষা করা করা হবে। তিনি বলেন, ভূমিদস্যুরা এই প্রজেক্ট নিয়ে সারাদেশে বিভ্রান্ত ছড়িয়ে মাদারগঞ্জের উন্নয়নকে ব্যাহত করাসহ তারা বিরোধীদলের ইন্ধনে এই মাদারগঞ্জের উন্নয়নের কারিগর মির্জা আজম এমপিকে হেয় প্রতিপন্ন করছে। আমরা আর সহ্য করবোনা। তিনি বলেন, যারা নেপথ্যে থেকে এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।

জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান মাহফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা, জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া, সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাফু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগনেতা আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর