• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে বাঁশ বেঁধে মাটি ফেলে রাস্তা বন্ধ, ২০ পরিবার অবরুদ্ধ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩  

মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামে যাতায়াতের রাস্তায় বাঁশ বেঁধে ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে একদল দুস্কৃতিকারী। ফলে ওই গ্রামের ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে। রোজার দিনে বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী চলাচল করতে পাচ্ছেনা, তারা হাট বাজারে যেতে পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

অবরুদ্ধ পরিবার ওই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, চাঁদপুর এলাকার জনৈক ফকির আলী ও তার ভাই সম্বারু এবং একই এলাকার সুলুজ মন্ডল ও লালু মন্ডল গত এক সপ্তাহ ধরে জোরপূর্বক ওই রাস্তায় আড়াআড়ি করে বাঁশ বেঁধে এবং পৌরসভার পাকা রাস্তার মাথায় মাটি ফেলে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে এই এলাকার ২০টি পরিবার রাস্তায় বের হতে পাচ্ছে না। তারা অবরুদ্ধ হয়ে আছে। তারা ওই রাস্তায় কয়েক দিন থেকে যানবাহন চলাচলে তারা বাধা দিচ্ছে।

সত্তুর বছরের বৃদ্ধ মনসুর আলী জানান, তিনি অসুস্থ, প্রায়ই তাকে হাসপাতালে ও ডাক্তারের কাছে যেতে হয়, রাস্তা আটকানোর ফলে তার বাড়িতে অটোসহ কোন যানবাহন ঢুকতে পারে না। তাই তিনি আজ কয়েকদিন থেকে চিকিৎসা নিতে পাচ্ছেন না। কয়েকদিন আগে তার ছেলেরা তাকে কোলে করে পাঁকা রাস্তায় যানবাহনে তুলে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত ফকির আলী ও তার ভাই সম্বারুর সাথে মোবাইলে যোগাযোগ করতে কল করলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারো নেই।এটি আইনসিদ্ধ নয়। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি স্থানীয় কমিশনারকে পাঠিয়ে খোঁজ খবর নিবো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর