• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে খোলা মাঠে রবিবার ঈদের জামাত!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মে ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১২টি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ২৪ মে ঈদুল ফিতর উদযাপন করছে। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক মানুষ খোলা মাঠে জামাতে ঈদের নামাজ পড়েছে। ঈদের জামাত শেষে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। করোনাভাইরাসের মধ্যে খোলা মাঠে জমায়েত করে জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন বাড়ী জামে মসজিদ সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারয়িার ওই জামে মসজিদ মাঠে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারো ১২টি গ্রামের শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মাওলানা আজিম উদ্দিন মাস্টারের ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসব গ্রামগুলো হলো বলারদিয়ার, হাটবাড়ি, সাতপোয়া, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, চর সরিষাবাড়ী ও পুঠিয়ারপাড়, মোনারপাড়া, বাউসি।

 

ইমাম মাওলানা আজিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রমযানের রোজা শুরু করি এবং ঈদুল ফিতরের নামাজ ও ঈদ উদযাপন করি একই সময়ে। তাদের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা। কিন্তু মধ্যপ্রাচ্যে চন্দ্র উদয়ের পুরো একদিন পর এদেশে ঈদ পালন করা হয়। আমাদের মতে তা সঠিক নয়। বিধায় আমরা একদিন আগে রোজা শুরু ও ইদ উদযাপন করি।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খোলা মাঠে জমায়েত করে ঈদের জামাত না পড়তে মাইকিং করা হয়েছে। কিন্তু আইন অমান্য করে কিছু লোক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে খোলা মাঠে ২৪ মে সকালে জমায়েত হয়ে ঈদের নামাজ পড়েছে। তিনি আরও জানান, আইন অমান্য করায় ওই মতাবলম্বী নেতৃবৃন্দের ডেকে মুচলেকা নেয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর