• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ায় বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে নৌকা মার্কায় ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে এক বিএনপি নেতাকে দলীয় নির্দেশনা অমান্য করার অপরাধে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।

আজ ১৩ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম দাদা অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভার এক পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা।

নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম দাদাকে বহিষ্কারের দাবি জানান।

অবশেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ ডিসেম্বর সকালে তাকে বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

এব্যাপারে বহিষ্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর