• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থীর সমঝোতা হয়নি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ থেকে সম্ভাব্য একাধিক প্রার্থীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে দলের বিশেষ বর্ধিত সভা ১১ মার্চ দুপুরে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তৃণমূলের তিন সহ¯্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দলীয়ভাবে একক কোন সিদ্বান্ত নিতে পারেনি। ফলে মির্জা আজম আগামী নির্বাচনকে উন্মুক্ত করার ঘোষণা করেন। 
তবে নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের সহিংসতা এবং নেতা-কর্মীদের আন্তরিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। 
উপজেলা আ’লীগের সভাপতি  মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি ও মেলান্দহ  উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক মেয়র হাজী দিদার পাশা, বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর