• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুর র‌্যাবের অভিযানে দন্ডিত পলাতক আসামী গ্রেপ্তার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

জামালপুর র‌্যাব-১৪’র অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী আনজুমানারা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে। 

১৩ মার্চ দিবাগত মধ্যরাতে ময়মনসিংহের চরশা জয়বাংলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী শেরপুরের নকলার নুরুল আমিন বৈঠার দ্বিতীয় স্ত্রী। 

র‌্যাব-১৪’র সিপিসি-১ কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০০৫ সালের ৪ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে নুরুল আমিনের অন্তসত্তা প্রথম স্ত্রীকে পেটে আঘাত দিলে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে নকলা থানায় একটি হত্যা মামলা (নং-৪, ৫-৪-০৫) দায়ের করেন। মামলার পর থেকেই আসামী পলাতক ছিল। দীর্ঘদিন মামলাটি শোনানির পর  ২০১০ সালের ১৯ এপ্রিল সন্দেহাতীতভাবে দোষী প্রমানিত হওয়ায় নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামীকে মুত্যুদন্ডাদেশ প্রদান করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর