• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রমের অফিস উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার-এই প্রতিপাদ্যের আলোকে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জামালপুরের ইসলামপুর 'বিট পুলিশিং কার্যক্রমের' ১,২ ও ৩ নং ওয়ার্ডের  অফিস উদ্বোধন করা হয়েছে।  পৌর এলাকার দক্ষিন দরিয়াবাদ সনি সিনেমা হল সংলগ্ন রবিবার বিকালে এই অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আঃ কাদের শেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাসের বাবুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ্ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম,যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আ’লীগ সভাপতি নুর ইসলাম নুর,প্যানেল মেয়র অংকন কর্মকার,ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান প্রমূখ।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বক্তব্যে বলেন- পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) স্যার এর দিকনির্দেশনায় এই কার্যক্রমে অফিস উদ্বোধন করা হয়। পুলিশ বাহিনীকে আরো বেশি জনমুখী করতে,মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। 

বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবেন মানুষের কাছে। তবে মামলাসহ কিছু আইনগত বিষয়ে থানায় আসতে হবে। বর্তমান করোনার পরিস্থিতিতে চরম বিপদে না পড়লে মানুষ থানামুখী হওয়ার সম্ভাবনা কম। গ্রামাঞ্চলে ইউনিয়ন, ওয়ার্ড এবং শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর