• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সংবিধানে বিশ্বাসী নয় বিএনপি: শিক্ষামন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

উচ্চ আদালতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হট্টগোল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সংবিধান ও আইন বিশ্বাস করে না বিএনপি। তারা সংসদকে তোয়াক্কা করে না। এজন্যই তারা আদালতে ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তাদের জন্য এ ধরনের ঘটনা কোনো নতুন নয়। তারা যে স্বাধীনতা বিরোধী চক্র সেটিই সব সময় আচার-আচরণের মধ্য দিয়ে প্রমাণ করে।

 

শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ১৮তম ডিসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, এবার সব ফোকাস হচ্ছে শিক্ষার মানের দিকে। সে জন্য যুগোপযোগী পাঠক্রম তৈরি করা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে তৈরি ও শিক্ষায়তনের পরিবেশ আরো উন্নত করা হবে। এসব কিছুর মধ্য দিয়েই শিক্ষার মান নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে তা বাস্তবায়ন শুরু হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, এসপি মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর