• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি আমরাও নির্বাচনের মাঠে আছি: রেলমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নৌকার পক্ষে ভোট চেয়ে দ্বিতীয় দিনের মতো পঞ্চগড়ের সাথে ভার্চুয়ালি জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নিজ জেলা পঞ্চগড়ে উপস্থিত হয়ে সেই ভার্চুয়ালি জনসভায় অংশগ্রহণ করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় পঞ্চগড় চিনিকল মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এর আগে রেলমন্ত্রী পঞ্চগড়-২ আসনের নেতার্কমীদের নিয়ে চিনিকল মাঠে উপস্থিত হন। রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে নির্বাচনী তফলসিল, সে তফসিল অনুযায়ী সকল প্রক্রিয়া শেষ হয়েছে। গত ১৮ তারিখ থেকে আমাদের সকল প্রার্থী প্রকাশ্যে প্রচার প্রচারণা শুরু করেছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বুধবার (২০ ডিসেম্বর) সিলেটে এক জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় পঞ্চগড়সহ ৫টি জেলার সাথে যুক্ত হয়েছেন। পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী নুরুল ইসলাম সুজন আরো বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের জেলার দুই আসনে রয়েছে। তারা স্ব স্ব প্রতীকে প্রচারণা করছে। আমি আমার সংসদীয় আসনে পঞ্চগড়-২ এ নির্বাচনী প্রচারণা শুরু করেছি। পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা তাদের প্রচারণা শুরু করেছেন। তবে এই জনসভার মাধ্যমে আমাদের যে চাওয়া পাওয়া তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। আমরা বিশ্বাসী এবারো নির্বাচনে জয়যুক্ত হয়ে তিনি আমাদের নতুন চাওয়া পাওয়াগুলো পুরণ করবেন। প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল জনসভা শুরুর সময় জয় বাংলা ও নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে পঞ্চগড় চিনিকল মাঠ। প্রধানমন্ত্রী তার স্বাগত বক্তব্য শেষে পঞ্চগড়ের দুইটি আসনের বর্তমান অবস্থা ও নির্বাচন কেন্দ্রীক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকেরা এই নির্বাচনী জনসভায় শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে দেশ ও জাতীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর