• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শীতে কাঁপছে নওগাঁ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

পৌষের শুরুতে নওগাঁয় জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী। সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বদলগাছী আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। কিন্তু সকালে তা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য থাকায় তাপমাত্রার পরিবর্তন দেখা দিয়েছে। আর রোদের তাপ কম থাকায় ঠান্ডা বেশি পড়ছে। বদলগাছী আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন জেলায় তাপমাত্রা ওঠানামা করতে থাকতে পারে। এদিকে, শীতজনিত নানান রোগে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এছাড়া ঠান্ডায় সময়মত কাজে যেতে না পাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর