• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে চরম ভোগান্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন এই তিনটি অ্যাপের অবকাঠামোগত উন্নতির কারণেই সোমবার বিকেল থেকে এমন অসুবিধা হচ্ছে। 

লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়- ফেসবুকের মালিকাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সোমবার বিকেল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। আর তার কারণ হিসেবে জানানো হয়েছে- অবকাঠামোগত উন্নতির জন্যই এমনটা করা হয়েছে।

শুধু তাই নয়, ফেসবুকের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টাও করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর