• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘এই পজিশনে ব্যাটিং মানে থ্যাংকলেস জব’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মে ২০২৩  

বিগত দুই সিরিজে আগের কম্বিনেশন থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। সাধারণত আগের সিরিজগুলোতে একাদশে সাত জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেছে টাইগাররা। তবে সাম্প্রতিক সময়ে ছয় জন ব্যাটারের পাশাপাশি পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে তামিম ইকবালের দল।
তবে সব মিলিয়ে তামিমের কাছে সাত নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রোববার ইংল্যান্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন। যেটা আপনাকে সাক্ষাৎকারের শুরুতে বললাম।’


এরপর তিনি বলেন, ‘মিরাজ দেখিয়েছে যে তার সক্ষমতা আছে। বিশেষ করে ভারত সিরিজে সে একাই আমাদের সিরিজ জিতিয়েছে। সেটাও ব্যাটিং দিয়ে। ওই সুবিধাটা আমরা পাই এই কারণে ৭ নম্বরে যদি খেলাতে পারি তাহলে আমরা একেজন বোলার বেশি খেলাতে পারব।’

তিনি আরো বলেন, ‘এই কম্বিনেশনগুলাই লাস্ট সিরিজ, এই সিরিজ বা পরবর্তী সিরিজে দেখব। এই কম্বিনেশনগুলা আমরা দেখছি। আপনার যখন ৬ জন বোলার থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারবেন।’


তামিম যোগ করেন, ‘পাঁচটা বোলার থাকলে যেকোনো একদিন যদি কারো খারাপ যায় তখন আপনি অধিনায়ক ও দল হিসেবে বিপাকে পড়বেন। ৭ নম্বর খুবই গুরুত্বপূর্ণ পজিশন আর আমি আগেও বলেছি এই পজিশনে খুব বেশি সাধুবাদ পায় না। ৭ নম্বরে কখনও কখনও ২৫ রান ফিফটির সমান।’

সাত নম্বর পজিশনকে থ্যাংকলেস জবের সঙ্গে তুলনা করে তামিম বলেন, ‘২৫ রান করে কেউ যদি আউট হয়ে যায় তিনদিন পর আমরা বলি যে ওতো রান করছে না। এটা আসলে থ্যাংকসলেস পজিশন। এই পজিশনের জন্য আমাদের হাতে ২-৩ জন আছে। যে সেই জায়গার জন্য উপযুক্ত হবে আমরা তাকেই খেলাবো।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর