• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শেষ ষোলোতেই মাদ্রিদ ডার্বি, সহজ প্রতিপক্ষ বার্সেলোনার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪  

কোপা দেল রেতে শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জাভি এর্নান্দেজের দল মুখোমুখি হবে তৃতীয় বিভাগের দল ইউনিওনিসতাস সালামানকার। ১৭ জানুয়ারি ইউনিওনিসতাসের মাঠে শেষ ষোলোর এই ম্যাচটি খেলবে কাতালান জায়ান্টরা। বার্সা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোকে। কার্লো আনচেলোত্তির দলকে মাদ্রিদ ডার্বির এই ম্যাচটিও খেলতে হবে আবার অ্যাতলেতিকোর মাঠে। রিয়াল ও অ্যাতলেতিকোর কোপা দেল রের শেষ ষোলোর এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। আরানদিনাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠে রিয়াল মাদ্রিদ। লুগোর বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল অ্যাতলেতিকো। লা লিগার দল ভিয়ারিয়ালকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইউনিওনিসতাস। ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ভিয়ারিয়ালকে ৭-৬ ব্যবধানে হারিয়েছিল তৃতীয় স্তরের দলটি। অন্যদিকে বার্বাস্ত্রোকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় বার্সেলোনা। প্রিমেরা লিগার (লা লিগা) বাইরে টিকে থাকা আরেক দল তেনেরিফ। ড্রয়ে শেষ ষোলোতে তারা পেয়েছে মায়োর্কাকে। এ ছাড়া গেতাফে মুখোমুখি হবে সেভিয়ার। ওসাসুনা খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ সেল্তা ভিগো, জিরোনা খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে আর অ্যাথলেতিক বিলবাও মুখোমুখি হবে আলাভেসের। এএফপি

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর