• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কানাডার প্রধানমন্ত্রী পদে জয় পেলেন জাস্টিন ট্রুডো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১  

তৃতীয় মেয়াদে ফের কানাডার প্রধানমন্ত্রী পদে জয় লাভ করলেন জাস্টিন ট্রুডো। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার কানাডার ৪৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এককভাবে সরকার গঠনের জন্য ৩৩৮টি ফেডারেল আসনের মধ্যে ১৭০টি আসন পেতে হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। কনজারভেটিভরা পেয়েছে ১২২ আসন।

করোনা মহামারি মোকাবিলায় বিপুল ঋণ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সমালোচনার মুখে পড়তে হয় ট্রুডো সরকারকে। এই পরিস্থিতে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৯ বছরের ট্রুডো আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন। তবে ২০১৯ সালে ছোট দলের সঙ্গে জোট করা ট্রুডোর দল এবারও সফলতার মুখ দেখতে পেলো না। কারণ সরকার গঠনের জন্য আবারও তাকে বিরোধী ছোট দলের সঙ্গেই জোট করতে হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর