• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কাশ্মীরে বন্দুক হামলা, ৪ সেনা নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

ভারত নিয়ন্ত্রীত জম্মু এবং কাশ্মীরে স্বাধীনতাকামীদের বন্দুক হামলায় চার ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে সেনাবাহিনীর শক্তিশালী দল পাঠানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ডেরা কি গালি এলাকায় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালিয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠী। ওই এলাকাটি পুঞ্চ জেলায় অবস্থিত। হামলায় অনেকে আহত হয়েছে। তাদের উদ্ধারে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, ওই এলাকায় সেনাবাহিনীদের অপারেশন পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় ওই এলাকায় একটি কঠিন অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনী ও কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে হামলার ঘটনা ঘটে। গত মাসে দুই ক্যাপ্টেনসহ ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়। ওই অঞ্চলটি খুবই ঝুঁকিপূর্ণ। গত কয়েক বছর ধরে এখানে হামলার ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত প্রায় সেনাবাহিনীর ১০ জন সৈন্য সশস্ত্র বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর