• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
জমির বিরোধ: মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার নাটোরে শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের শিক্ষা সফর শ্রীলংকার ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

আমরা এহন নিজেরাই ট্যাহা বানাই : দেওয়ানগঞ্জে কৃষাণী সাজু রানী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

উন্নয়ন সংঘের টেডিং, বীজ আর সাহেবগো বুদ্ধি পরামর্শ পাইয়া বালুর মইদ্যে চাষ কইরে ফসল ঘরে তুলতাছি। শাক, সবজি ফলাই, খাই আর বিক্রি করি। বাড়ির হগল কাম সাইরা ক্ষেতে কাম করি। আমরা এহন নিজেরাই ট্যাহা বানাই। কারো কাছে আত পাতিনে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষক মাঠ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবলিল ভাষায় দরিদ্র কৃষাণী সাজু রানী কথাগুলো বলেন।

উন্নত জাতের বীজ ও আধুনিক জ্ঞান, প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে অধিক ফসল উৎপাদনের দৃশ্যমান অবস্থা সরেজমিনে দেখতে ১১ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জে যৌথ পরিবীক্ষণ দল মাঠ দিবসে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন।

উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় উপজেলার চিকাজানী ইউনিয়নের পূর্বপাড়া বাবুল মিয়ার বাড়ি প্রাঙ্গণে কৃষক মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, কৃষক বাবুল মিয়া, কৃষাণী সাজু রানী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো. শরীফ উদ্দিন।

আলোচনা সভা শেষে যৌথ পরিবীক্ষণ দল স্থানীয় কৃষকদের সবজি বাগান পরিদর্শন করেন। পরিবীক্ষণ দল এ ধরনের মাঠ দিবস এবং সরেজমিনে উন্নত পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতির মাধমে পরিবর্তনের ধারা দেখার সুযোগ করে দেওয়ার জন্য উন্নয়ন সংঘের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ দাতা সংস্থা অস্ট্রেলিয়া এইডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর