• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে এনজিওদের কিস্তির টাকা একমাসের জন্য শিথিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

জামালপুরের ইসলামপুর উপজেলায় এনজিও ঋণের কিস্তি এক মাসের জন্য শিথিল করা হয়েছে। এর ফলে আগামী এপ্রিল পর্যন্ত ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধ করতে হবে না।

বর্তমানে করোনাভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের সার্বিক অর্থনীতির এ নেতিবাচক প্রভাবের ফলে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের ব্যবসা-বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ২৩ মার্চ উপজেলা প্রশাসন দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমানে করোনাভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই এনজিও সংস্থাদের একমাসের মধ্যে কোনো ঋণের কিস্তি নিতে না যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে এই সুবিধা আরও বাড়ানো হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর