• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কওমী মাদ্রাসায় জামাত শিবির নেই: ধর্মমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

ধর্মমন্ত্রী এডভোকেট আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন-কওমী মাদ্রাসায় জামাত-শিবির নেই। বরং আলিয়া মাদ্রাসায় জামাত-শিবির বিরাজমান। এটা আগে আমরাও জানতাম না। পরে দেখি আওয়ামী লীগের ন্যায় কওমী মাদ্রাসার শিক্ষক-ছাত্ররাও জামাত-শিবিরের ঘোর বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনে-শুনে এবং প্রয়োজন বুঝেই কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। শেখ হাসিনার মতো কওমীর সনদের স্বীকৃতি দিয়েছেন আর কেও দিতে পারবে না।

মন্ত্রী ২৮ জানুয়ারি রাত ৮টায় জামালপুরের মেলান্দহ জামিয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় আওলাদে রাসুল (স) ও দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আসজাদ মাদানী (রহ), আলহাজ মির্জা আজম এমপি, আল্লাম মুফতী ওয়াক্কাস সাবেক এমপি, আল্লামা ড. মোস্তাক আহমেদ, জামিয়া হুছাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মুফতী শামসুদ্দিন ছাড়াও দেশবরেন্য আলেমগণ বক্তব্য রাখেন। এ ছাড়াও  জেলা প্রশাসক এনামুল হক, এসপি দেলোয়ার হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর