• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রী’র নির্দেশনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ জুন ২০২০  

করোনার এই সংকটময় সময়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রেও এ নির্দেশনা পালনের আহবান সরকারপ্রধানের। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ হলেও দেশে খুব একটা প্রতিবন্ধকতা থাকবে না বলে আভাস দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বেশ কিছু নির্দেশনা দেন তিনি।

 

সাধারন ছুটি শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তোলা ১০ টি উন্নয়ন প্রকল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে কোভিড নাইনটিন রেসপন্স অ্যান্ড ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট ও ইমার্জেন্সি প্যানডেমিক রেসপন্ড প্রকল্প।

 

করোনায় সরকারি কর্মকান্ড অব্যহত রাখায় মন্ত্রী পরিষদ সদস্য ও সচিবদের শুভেচ্ছা জানান একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি।

 

দারিদ্রের হার কমানোসহ উন্নয়ন কর্মকান্ডে সরকারের পূর্ব পরিকল্পনা তুলে ধরে করোনা পরিস্থিতিতে অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে বলে জানান সরকার প্রধান।

 

অর্থনৈতিক প্রবাহ বজায় রাখতে শিথিলাবস্থা থাকলেও স্বাস্থ্যবিধিতে কঠোর থাকার নির্দেশনা প্রধানমন্ত্রীর।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর