• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কালিহাতীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে মাস্ক ব্যবহার না করার দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় কালিহাতী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।


তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স, বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৬ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাইকিং করে লোকজনকে অতি প্রয়োজন ব্যাতীত বাইরে ঘুরাঘুরি না করার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর