• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাহুব‌লে এসএস‌সি পরীক্ষার প্রস্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

হ‌বিগঞ্জের বাহুবল এ এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সু‌হেল রানার সভাপ‌তি‌ত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপ‌জেলার দীণনাথ সরকারী উচ্চ বিদ‌্যাল‌য়ে(১৯৩৭) অন‌ুষ্ঠিত এ প্রস্তু‌তিমূলক সভায় উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষকবৃন্দ অংশ নেন।

 

সভায় এবা‌রের এসএস‌সি ২০২০ সা‌লের পরীক্ষা আগামী ৩রা ন‌ভেম্বর হ‌তে শুরু হ‌তে যাওয়া পরীক্ষার সা‌র্বিক প্রস্তু‌তি ই‌তোম‌ধ্যে প্রায় সম্পন্ন।মন্ত্রণালয় ও বো‌ডের সু‌নি‌র্দিষ্ট নি‌র্দেশনাসমূহ নি‌য়ে আ‌লোচনা ও যথাযথ বাস্তবায়‌ন নি‌শ্চিতকর‌ণে বলা হয়।

 

আ‌লোচনার অন‌্যান‌্য বিষয়গু‌লো পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ নিশ্চিত করতে হবে। অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী দেরি করে কেন্দ্রে আসলে রেজিস্ট্রারের নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। দেরি আসা পরীক্ষার্থীদের তালিকা অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন কেন্দ্র সচিব।পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যা‌বে না। 

 

এ প্রস্তু‌তিমূলক সভায় উপ‌স্থিত ছি‌লেন,মোঃইসহাক মিয়া(প্র:শ),কানু‌প্রিয় চক্রবতী(প্র:শ),এসএম নোমান(প্র:শ),আব্দুর রব(প্র:শ),আব্দুর জব্বার(প্র:শ)বেন‌জির শাওন,স্বপন চক্রবতী,শামীম তালুকদার,রইচ উ‌দ্দিনসহ প্রায় ৮২ জন শিক্ষক‌,শি‌ক্ষিকাবৃন্দ।সুষ্ঠ,সুশৃঙ্খল,অসততামুক্ত প‌রি‌বেশ নি‌শ্চিতকর‌ণে দৃঢ় আশা ব‌্যক্ত করা হয়।।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর