• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গৌরনদীতে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতক উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

বরিশালের গৌরনদীতে রাস্তার পাশের ঝোপ থেকে একদিন বয়সের মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজের কাছে রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। গৌরনদী থানার এসআই শেখ শহিদুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের শাওন সরদার বাটাজোর হাট থেকে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজের কাছে পৌঁছলে রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পায়। এরপর ৩-৪ জন স্থানীয় ও পথচারী সেখানে গিয়ে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা নবজাতক দেখতে পায়। এ সময় নবজাতকটিকে বাটাজোর হাটে নিয়ে এসে থানা পুলিশে খবর দেয়। তিনি ফোর্স নিয়ে বাটাজোর হাট থেকে পথচারী শাওনের কাছ থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. তৌকির আহমেদ বলেন, ওই নাবজাতককে লালন-পালনের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার গৈলা বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর