• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চলছে হজ কার্যক্রমের প্রস্তুতি, উদ্বোধন ৮ মে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪  

চলতি বছরের হজ কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে রাজধানীর আশকোনা হজ অফিস। আগামী ৮ মে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হবে হজের ফ্লাইট। এ লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রস্তুত রাখা হয়েছে বিমানের বহরে থাকা বোয়িংয়ের ড্রিমলাইনার উড়োজাহাজ। বিমান ও হজ অফিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে ৮৫ হাজার যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। এ বছর হজযাত্রার খরচ বেড়ে যাওয়ায় পূরণ হচ্ছে না সৌদির দেওয়া হজের নির্ধারিত কোটা। এদিকে, হজ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে টনক নড়েছে হজ ক্যাম্প কর্তৃপক্ষের। চলছে পরিষ্কার-পরিছন্নতার কাজ। অভিযোগ উঠেছে, প্রতি বছর হজ মৌসুমের তিন মাস ব্যাপক কর্মব্যস্ততায় কাটান হজ অফিসের কর্মকর্তা-কর্মীরা। মৌসুম শেষ হলেই বছরের বাকি ৯ মাস অলস ও ঝিমিয়ে সময় পার করেন তারা। এ সময় হজ অফিসে দেখা মেলে না বিভিন্ন শাখার শতাধিক কর্মীর। এ সময় হজ অফিসের ভেতর ও বাইরে তৈরি হয় ময়লার ভাগাড়। সরেজমিন ঘুরে দেখা যায়, হজ ক্যাম্পের ভেতর-বাইরে তৈরি হয়েছে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড়। আবার প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের সেবার নামে মোটা অঙ্কের অর্থ উপার্জনে মাঠে নেমেছেন হজ অফিসের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী। তাদের বিরুদ্ধে একাধিকবার সরকারি খরচে সৌদিতে যাওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ম মন্ত্রণালয়সহ হজ অফিসের এক শ্রেণির কর্মকর্তার সহযোগিতায় কিছু চেনামুখধারী কর্মীই হজযাত্রী সেবার নামে বার বার সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান সমকালকে জানান, আগামী ৮ মে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, ৯ মে শুরু হচ্ছে বিমানের হজ ফ্লাইট। এ উপলক্ষে বিমানের দক্ষ পাইলট, কেবিন ক্রুসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর