• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দীনমজুর আজিজুল ইসলাম এর জীবন বাচাতে এগিয়ে আসুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নের চর সারবোড (পেড্ডারমোড়ের) জয়নাল আবেদিনের ছেলে আজিজুল ইসলাম (৩৫) পেশায় ছিলেন রাজমিস্ত্রি। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রি নিয়ে সুখে দিন কাটতো। হঠাৎ একটি দুর্ঘঠনায় পালটে যায় জীবনের হিসাব নিকাশ। টাঙ্গাইলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্হ হয়ে পড়েন। টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। এর পর ডাক্তারের পরামার্শ অনুযায়ি পপুলার হসপিটালে ভর্তি করান।সেখানে প্রথম অপারেশন করে মল ধার পেটে স্হাপন করে।এতে প্রচুর অর্থ ব্যায় হয়। এখন আর একটি অপারেশন করে মল ধার নির্দিষ্ঠ স্হানে স্হাপন জরুলী। এতে প্রায় এক লক্ষ টাকার প্রয়োজন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি অসুস্হ হওয়ায় চিকিৎসা ও ব্যায়ভার চালিয়ে যাওয়া অসম্ভব। নিজের বসতভিটা টুকুও নাই। জাহাঙ্গীর আলমের জমিতে বাস করে অাসছেন। অাজিজুল ইসলাম সরকার ও সমাজের সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।  তার পার্সোনাল বিকাশ নাম্বর-০১৭৭৪০৭০৭৮৬। আসুন আজিজুল ইসলাম ও তার পরিবার কে রক্ষায় সকলে এগিয়ে আসি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর