• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং কার্যক্রম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি'র আওতাধীন ডাংধরা ইউনিয়ন পরিষদ কক্ষে ১৭ অক্টোবর শনিবার নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

 

জামালপুর জেলা পুলিশ টিমের আয়োজনে সভাপতিত্ব করেন এস আই আবতাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ। বক্তব্য রাখেন কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানুল কবীর, সহকারী শিক্ষক লাভলু বিএসসি, ইউপি সদস্য আয়নাল হক, মহিলা মেম্বার ছাহেরা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ জামাল, প্রজন্ম লীগের সভাপতি মোঃ রাশেদ আহমেদ (রঞ্জু) ও ছাত্রী গণ। বক্তা গণের বক্তব্যের মাধ্যমে নারী নির্যাতন, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপরাধ বিরোধী উঠে আসে। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন- সকলকে মনুষ্যত্ব বজায় রেখে চলতে হবে, সকলের বিবেকবান হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই এলাকা তথা দেশ থেকে নারী নির্যাতন, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপরাধ দুর হবে। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড আইন করা হয়েছে, যাতে কেউ রকম অন্যায় কেউ না করে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন- কেউ অন্যায় ভাবে কাউকে হয়রানির করবেন না, অবৈধ প্রেম করে আপত্তিকর কার্যক্রম করে, মনের অমিল হলে পরে বলবেন ধর্ষণ করেছে, এটা ঠিক না। এছাড়াও সকলকে আইনী সহায়তা নেয়ার আহবান জানান।  

 

একইদিন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। সানন্দবাড়ী পিআইসি'র  পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ নাজিম উদ্দীন সহ নেতৃবৃন্দ। 

এছাড়াও পাররামরামপুর ইউনিয়ন, দেওয়ানগঞ্জ সহ বেশ ক,টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর